কৃষকসেতু,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর :
সোনারপুর মহাবিদ্যালয়ে বুধবার বিক্ষোভ দেখালো এসএফআই। মঙ্গলবার ওই কলেজের ইউনিয়ন রুমের একটি ভিডিও প্রকাশ্যে আসে সেখানে দেখা যায় তৃণমূলের এক যুবনেতার মাথা টিপে দিচ্ছে কলেজেরই এক প্রথম বর্ষের ছাত্রী। ভিডিও ঘিরে বিতর্কের ঝড় উঠে।তারই পরিপ্রেক্ষিতে এদিন কলেজ চত্বরে বিক্ষোভ দেখায় এসএফআই। কলেজের গেটে এসএফআই এর পতাকা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।

কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা, হাইকোর্টের নির্দেশ মেনে ইউনিয়ন রুম বন্ধ রাখার দাবি তোলে এসএফআই। কলেজ কর্তৃপক্ষের কাছে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও তোলা হয়। পাশাপাশি রাজ্যজুড়ে সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানানো হয়েছে। এদিন কলেজ চত্বরে গিয়ে দেখা যায় পরিচয় পত্র দেখে তবেই কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের।

ভিডিও বিতর্কের পরেই এই পদক্ষেপ কিনা সে ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ মন্তব্য করতে চায়নি। তবে ছাত্রছাত্রীরা জানায় এই ব্যবস্থা আগে সেভাবে ছিল না। কলেজ কর্তৃপক্ষের হাতে ডেপুটেশন দেন এদিন এস এফ আই।