ছুটির সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটল বর্ধমান রেলস্টেশনে। যাত্রীদের প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত সকলকেই তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় রবি বার সন্ধ্যায়, পাঁচ টা ১৫-২০নাগাদ বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে হলদিবাড়ি গামী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। একই সময়ে ৪ নম্বর লাইনে মেল ট্রেন এবং ৬ নম্বর লাইনে রামপুরহাটগামী ট্রেন ঢুকে পড়ে। একসঙ্গে তিন চারটে ট্রেন আসায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় অতিরিক্ত ভিড়ের ফলে পদপিষ্ট হয়ে পড়েন একাধিক যাত্রী।

ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলেও ব্যাঘাত ঘটে। রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষের উদ্যোগে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।