আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুরে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: একাদশীর সকালেই একেবারে হাড়হিম কাণ্ড। রাস্তার ধারেই পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলার নলি কাটা রক্তাক্ত মৃতদেহ।আর মৃতদেহের সামনেই পড়ে রয়েছে মদের বোতল, ঠান্ডা পানীয় ও জলের বোতল।আর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। মদের আসরে ডেকে নিয়ে গিয়ে খুন বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা ও পুলিশবৃহস্পতিবার দশমীর বিভিন্ন জায়গায় দেবী দুর্গার বিসর্জনপর্ব চলেছে।শুক্রবারও চলবে নিরঞ্জন পর্ব।

শুক্রবার সকালে বারুইপুর পূর্বের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ষাট কলোনি এলাকার বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। কাঠের ব্রিজের কাছেই রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় এক অজ্ঞাতপরিচয়ের যুবকের রক্তাক্ত মৃতদেহ। গলার নলি কাটা। মৃতদেহের অদূরেই পাওয়া যায় মদের বোতল, ঠান্ডা পানীয় ও জলের বোতল। ঝোপের ধারে পাওয়া গিয়েছে প্লাস্টিকের বেশ কিছু মদ খাওয়া গ্লাস।আর এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।খবর দেওয়া হয় বারুইপুর থানায়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে।

ওই যুবক স্থানীয় নন বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মদের আসরে ডেকে নিয়ে ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। অকুস্থলে একাধিক ব্যক্তি সেসময় উপস্থিত ছিল বলে ধারণা। স্থানীয়দের অভিযোগ, অন্ধকার নামলেই ওই এলাকায় মদের আসর বসে। সাধারণ মানুষজন প্রতিবাদ করলে হুমকি ও দেওয়া হয়। রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় ভাঙা মদের বোতলের কাচ। প্রায় নিত্যদিন ওই এলাকায় অসামাজিক কাজকর্ম হয় বলে অভিযোগ।এদিনের এই ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ।
­

See also  গাড়ি চালাবার সময় স্পিড মিটার এর পাশের প্রিয় মানুষটির ছবি রাখুন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি