কৃষ্ণ সাহা, পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমানের একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক—এসএইচ ৭ (আরামবাগ-বর্ধমান রোড)—গিয়েছে সেহারাবাজারের উপর দিয়ে। বর্ধমান ও আরামবাগের মাঝে সেহারাবাজার একটি প্রধান কেন্দ্রবিন্দু, যার উপর দক্ষিণ বর্ধমানের বহু গ্রামের নির্ভরতা। এই অঞ্চলের প্রশাসনিক পরিকাঠামো আরও মজবুত করতে সেহারাবাজারে উদ্বোধন হল নতুন এসডিপিও সদর (দক্ষিণ) অফিস।

নতুন এই অফিসের উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার (এসপি) সায়ক দাস। পুলিশ সুপার তিনি বলেন, “সেহারাবাজার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। সাধারণ মানুষের সুবিধার্থে এখানে এই এসডিপিও অফিস খোলা হলো। ভবিষ্যতে এই অফিস আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, এসডিপিও সদর (দক্ষিণ) অভিষেক মণ্ডল, টি আই পূর্ব বর্ধমান স্নেহময় চক্রবর্তী, রায়না থানার ওসি নিমাই ঘোষ, খণ্ডঘোষ থানার ওসি অনুপ দে, জামালপুর থানার ওসি কৃপাসিন্ধু ঘোষ, মাধবডিহি থানার ওসি সুব্রত মণ্ডল ,সেহারা আউটপোস্টের ওসি দীপক সরকার, সেহারা ট্রাফিক গার্ডের ওসি রক্তিম দত্ত সহ বিভিন্ন থানার বিশিষ্ট পুলিশ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন সিআই বি সহ বহু অন্যান্য পুলিশ আধিকারিক।
স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিন ধরেই তাঁরা সেহারাবাজারে একটি প্রশাসনিক দপ্তর চেয়ে আসছিলেন। আগে কিছু গুরুত্বপূর্ণ অফিস এই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে তাঁরা নিজেদের বঞ্চিত মনে করতেন। নতুন এই এসডিপিও সদর অফিস চালু হওয়ায় তাঁরা খুশি ও আশাবাদী যে ভবিষ্যতে আরও প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠবে এই অঞ্চলে।












