কৃষকসেতু,রায়না :- একটি মোবাইল ফোন না পাওয়াতেই আত্মঘাতী হল এক কিশোরী! মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া পূর্ব বর্ধমান জেলার রায়নার সেহারা সর্দার পাড়ায়। জানা যায়,মৃতার নাম স্বস্তিকা সরকার, বয়স ১৬ বছর। জানা গেছে, সে চলতি বছর স্থানীয় একটি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল।

পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই সে একটি স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বাবা-মার কাছে বায়না করছিল। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বাবা নতুন ফোন কিনে দিতে পারেননি। সেই কারণেই সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অভিমানে এই মর্মান্তিক সিদ্ধান্ত নেয় বলে প্রাথমিকভাবে অনুমান।
বুধবার সকালে পরিবারের সদস্যরা স্বস্তিকাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, মোবাইল না পাওয়াতেই অভিমানে আত্মঘাতী হয়েছে স্বস্তিকা।
এই ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানিয়েছেন, মেয়েটি পড়াশোনায় ভাল ছিল এবং পরিবারও তাকে নিয়ে স্বপ্ন দেখত। তার এমন পরিণতিতে সবাই হতবাক।
এদিকে, গোটা ঘটনায় রায়না থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। স্বস্তিকার আকস্মিক মৃত্যু আবারও একবার কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য এবং পরিবারের সঙ্গে সুস্থ সংলাপের গুরুত্বের প্রশ্ন তুলে দিল।