পূর্ব বর্ধমানের জামালপুর থানার চকদিঘির ইলামবাজার হাটতলা এলাকায় বুধবার দুপুরে ঘটে গেল গুরুতর সড়ক দুর্ঘটনা। স্কুলে পরীক্ষা দিয়ে সাইকেলে বাড়ি ফিরতে থাকা সপ্তম শ্রেণীর ছাত্র অয়ন দোলুইকে সজোরে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে দেয় এক মদ্যপ বাইক চালক। ঘটনায় ছাত্র এবং বাইকচালক—উভয়েই জখম হন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে দু’জনকে উদ্ধার করে খবর দেন জামালপুর থানায়। পুলিশ আহত ছাত্র অয়ন দোলুই এবং বাইক চালক পৃথ্বীশ সাঁতরাকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা হয়। অয়নের মাথায় গুরুতর আঘাত থাকায় সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা বলে জানিয়েছে পরিবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অয়ন দোলুই চকদিঘী বয়েজ হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র এবং বাড়ি ইলামবাজার এলাকায়। অয়নের বাবা উত্তম দোলুই জানিয়েছেন, স্কুলের বাৎসরিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ইলামবাজার হাটতলায় মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে পৃথ্বীশ সাঁতরা তাঁর ছেলেকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে অয়ন সাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হয়।
দুর্ঘটনাগ্রস্ত বাইকটি পুলিশ হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে, অভিযুক্ত পৃথ্বীশ সাঁতরা যে জামালপুরের খ্যাতনামা সিপিএম নেতা পরেশ সাঁতরার ছেলে, তার বাড়ি জামালপুরের সেলিমাবাদ গ্রামে — এই খবর ছড়াতেই স্থানীয় এলাকায় বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।








