জি বাংলার জনপ্রিয় মিউজিক রিয়ালিটি শো ‘সারেগামাপা’ ফিরছে নতুন সিজনে, নতুন মোড়কে। প্রতিবছরের মতো এবারও এই শোয়ের প্রোমোতে থাকছে বিশেষ চমক। সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজে প্রকাশিত হয়েছে নতুন সিজনের প্রোমো, যার আবহেই জাগছে দুর্গাপুজোর গন্ধ।

প্রোমোয় দেখা যাচ্ছে গঙ্গার ঘাট, ফুলের হাট, প্রতিমা তৈরির ব্যস্ততা, মৃৎশিল্পীদের নিষ্ঠা, আর জ্বলন্ত প্রদীপ—সব মিলিয়ে এক অনন্য পুজো মেজাজ। ক্যাপশনে লেখা, “সাত সুরে হবে মায়ের আগমন, সারেগামাপা আর দুর্গাপুজো—বাংলার শ্রেষ্ঠ দুই উৎসবে মেতে উঠবে বাঙালির মন”। এই বার্তায় অনেকেই ধরে নিচ্ছেন, পুজোর মরসুমেই শুরু হবে সারেগামাপার সম্প্রচার।
তবে এখনও জানা যায়নি ঠিক কবে থেকে সম্প্রচার শুরু হবে বা কারা থাকবেন বিচারকের আসনে। আপাতত যা জানা গিয়েছে, চলতি জুলাই মাস থেকেই শুরু হচ্ছে অডিশন পর্ব, যার প্রথম গন্তব্য বাঁকুড়া। এরপর রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে প্রতিভা বেছে নেবে ‘সারেগামাপা’ টিম।
সুরের মঞ্চে আবারও কে মাতাবেন বাংলার দর্শকদের মন, সেটাই এখন বড় প্রত্যাশা।