উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সারা জগতের দেবী জগদ্বাত্রী।যেকোনো অশুভ শক্তির বিনাশ করতে জগদ্বাত্রী দেবীর আগমন।আর মা দূর্গা,মা কালীর পুজোর পরে এই জগদ্বাত্রী দেবীর আগমন ঘটে।প্রতি বছরের মতন এবছরও মহা সমারোহে জয়নগর থানার নারায়নীতলা পঞ্চায়েতের সরবেড়িয়ায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের মধ্যে দিয়ে সূচনা হয়ে গেল ২২ তম বর্ষের জগদ্বাত্রী পুজো।চন্দননগরের অভিনব আলোকসজ্জার পাশাপাশি সুন্দর অপরুপ সাজে সজ্জিত জগদ্বাত্রী মায়ের রুপ দর্শনের সুযোগ খুলে গেল ভক্তদের জন্য।

বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদারের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়।উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ক সহ উপস্থিত ছিলেন নারায়নীতলা অঞ্চল সভাপতি,প্রধান, উপপ্রধান সহ পুজোর কার্যকর্তা দিবাকর ঘোষ, ভাস্কর ঘোষ, কার্তিক প্রামানিক, শান্তনু দত্ত ও আরো অনেকে।আবার সরবেড়িয়া সাহা পাড়া গ্রাম বাসীদের উদ্যোগে অভিনব আলোকসজ্জা ও অপরুপ সাজে সজ্জিত ২৬ তম বর্ষের জগদ্বাত্রী প্রতিমার উদ্বোধন করলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার ও সাংসদ সায়নী ঘোষ।এই উপলক্ষে গরীব মানুষদের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়।


উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার,মগরাহাট পূর্ব বিধানসভার বিধায়ক নমিতা সাহা, জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুকুর আলি, নারায়নীতলা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান সদস্য অশোক সাহা সহ আরো অনেকে।একই সাথে মধ্য শিবপুর বলাকা সুহ্রদ সংঘের ৩৮ তম বর্ষের জগদ্বাত্রী পুজোর উদ্বোধন করলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল।এই উপলক্ষে একটি অনুষ্ঠানে শীত বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল,মগরাহাট পূর্ব বিধানসভার বিধায়ক নমিতা সাহা,জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক,জেলা পরিষদ অনুপ বৈরাগী সহ আরো অনেকে।








