প্রত্যাশিতভাবেই এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক কয়েক সপ্তাহ আগে তাঁকে নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। জানা গেছে, বৃহস্পতিবার তিনি হাসপাতালে ছিলেন। এই তথ্য প্রকাশ করেছেন তাঁর স্ত্রী চারুলতা রেমেশ। ফলে প্রশ্ন উঠছে—এশিয়া কাপে কি খেলতে পারবেন সঞ্জু?
২১ আগস্ট চারুলতা ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়, সেদিন বিকেল ৩টার সময় হাসপাতালে ছিলেন সঞ্জু। তবে একই দিনে তিনি কেরালা ক্রিকেট লিগেও অংশ নেন। রাত ৭:৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে খেলতে নামেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

কেরালা প্রিমিয়ার লিগে কোচি ব্লু টাইগার্সের অধিনায়ক সঞ্জু। চারুলতা যেই ম্যাচের কথা উল্লেখ করেছিলেন, সেটি ছিল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। সেখানে সঞ্জুর দল কোচি ব্লু টাইগার্স ৮ উইকেটে হারায় আদানি ত্রিবান্দ্রম রয়্যালসকে। তবে সেই ম্যাচে ব্যাট হাতে নামেননি সঞ্জু।
ঠিক কী কারণে হাসপাতালে যেতে হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। যদি গুরুতর সমস্যা হয়, তবে ভারতীয় দলের জন্য তা বড় ধাক্কা হবে। এশিয়া কাপে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং জুটি গড়ার কথা ছিল তাঁর। উল্লেখ্য, গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ৯ ম্যাচে ২৮৫ রান করেছিলেন সঞ্জু। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪০.৩৯। জাতীয় দলে তিনি এখন পর্যন্ত ৪২টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৬১ রান করেছেন, গড় ২৫.৩২।