পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ:
সমাজের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে সদিচ্ছা ফাউন্ডেশন। বছরের ৩৬৫ দিনই যাঁরা রাস্তায়, যাঁদের একমাত্র উদ্দেশ্য – সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে নিয়ে আসা, তাঁদের নাম সদিচ্ছা ফাউন্ডেশন। কৃষক সংবর্ধনা থেকে শুরু করে অসহায়দের পাশে দাঁড়ানো, মশারি প্রদান থেকে শুরু করে জঙ্গলমহলের মানুষদের মুখে হাসি ফোটানো – প্রতিটি কাজে তাঁদের মানবিকতার ছাপ স্পষ্ট।

এই বছর স্বাধীনতার ৭৯তম বর্ষে, এক অনন্য উদ্যোগ নিল সংগঠনটি। খণ্ডঘোষ ব্লকের ডাহুকা গ্রামে আয়োজিত রক্তদান শিবিরে ৭৯ জন রক্তদান করলেন সদিচ্ছা ফাউন্ডেশনের সদস্য ও শুভানুধ্যায়ীরা। সংগৃহীত সমস্ত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান টেরিসা ব্লাড ব্যাংকের হাতে। এভাবেই শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানালেন তাঁরা।
সংগঠনের সদস্যরা জানিয়েছেন, আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে গুইড় গ্রামে আরও একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে, যেখানে শিক্ষক সমাজকে সম্মান জানানো হবে।
🔹 সমাজের জন্য এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সদিচ্ছা ফাউন্ডেশন প্রমাণ করছে, প্রকৃত স্বাধীনতা শুধু আনন্দে নয়, অন্যের পাশে দাঁড়ানোতেই নিহিত।