আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সপ্তমীতে বিষাদের সুর, নদীতে তলিয়ে মৃত্যু ১ কিশোরীর, নিখোঁজ ১ নাবালিকা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান, ২৯ সেপ্টেম্বর: দুর্গাপুজোয় আনন্দের মাঝে বিষাদের সুর। সপ্তমীর সকালে খড়ি নদীতে স্নানকরতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরীর।মৃতার নাম সুনিতা মণ্ডল।তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েতের সাতপোতা গ্রামে। একই গ্রামের আরো এক কিশোরী এদিন খড়ি নদীতে তলিয়ে গিয়েছে।দিনভর তার খোঁজ চালানো হয়। কিন্তু রাত অবধি ওই কিশোরীর কোন হদিশ মেলে নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পূর্বস্থলীর সাতপোতা গ্রামের এক প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে খড়ি নদী। সোমবার মহাসপ্তমীর সকালে গ্রামের চারজন খড়ি নদীতে স্নান করতে নামেন। সেইসময় তিনজন তলিয়ে যাচ্ছিল। একজন কোনওরকমে প্রাণে রক্ষা পেয়ে গেলেও দুজন তলিয়ে যায়।এই ঘটনার কয়েক ঘন্টাপর সুনিতা মন্ডল নামের ওই কিশোরীর মৃতদেহ নদী থেকে উদ্ধার হয়।কিন্তু অনিন্দিতা পাল নামে আর এক নাবালিকার কোন হদিশ এখনো মেলে নি।

পূর্বস্থলী থানার পুলিশ ডুবুরিদের সঙ্গে নিয়ে খড়ি নদীতে তল্লাশি চালাচ্ছে।নদীতে তলিয়ে ওই নাবালিকা সাঁতার জানতো না বলে জানা গিয়েছে।

See also  ৫০ হাজার টাকার বেশি UPI লেনদেনে আসতে পারে আয়কর নোটিস! জানুন নিয়ম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি