আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে লাফিয়ে বাড়ল গ্যাসের দাম, চিন্তায় মধ্যবিত্ত

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দাম বাড়লো গ্যাসের। আজ ১ মার্চ মঙ্গলবার থেকেই এলপিজি সিলিন্ডারের নতুন দাম কার্যকর হবে৷ বাণিজ্যিক গ্যস সিলিন্ডারের নয়া দাম জ্বালানি উৎপাদনকারী সংস্থা প্রকাশ করেছে ইতিমধ্যেই। সংস্থার তরফে জানানো হয়েছে, আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে ১০৫ টাকা করে৷ বিশেষজ্ঞমহলের মতে, আগামী ৭ মার্চ উত্তরপ্রদেশে শেষ পর্বের নির্বাচন শেষ হওয়ার পর গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামও বৃদ্ধি পেতে পারে।

 

 

সোমবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে উৎপাদনকারী সংস্থা৷ সিলিন্ডার প্রতি দাম পড়ছে ১ হাজার ৯৫ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন এতে সাধারন মধ্যবিত্তের জীবনে সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে প্রভাব পড়তে পারে। আশঙ্কা করা হচ্ছে, ৭ মার্চের পর রান্নার গ্যাসের দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।মূলত, রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানো হয় বিশ্ববাজারের দামের ওপর নির্ভর করে। ওয়াকিবহাল মহলের আশঙ্কা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে।

 

 

প্রসঙ্গত, ২০২১ সালের ৬ অক্টোবরের পর থেকে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম আর বৃদ্ধি পায়নি ৷ তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন এসেছে। এই সময়ের মধ্যে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম এসে দাঁড়িয়েছে ১০২ ডলারে। বাণিজ্যিক সিলিন্ডারের দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে৷ ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১৭০ টাকা৷ দিল্লিতে ১ অক্টোবর যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭৩৬ টাকা, নভেম্বরে তা ২০০০ এবং ডিসেম্বরে ২১০১ টাকা হয়। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সিলিন্ডারের দাম দুই দফায় কমে হয় ১৯০৭ টাকা। তবে মার্চে ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিডন্ডারের।


See also  তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, মাদার তৃণমূল করার অপরাধে যুব তৃণমূলের মার। গুরুতর আহত এক যুবক।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি