রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা, পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
পদের নাম: Data Entry Operator
শূন্যপদ: ৩ টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ। প্রার্থীর Microsoft Office-এ কাজের দক্ষতা এবং 30 WPM টাইপিং স্পিড থাকা আবশ্যক।
মাসিক বেতন: ₹১১,০০০
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
পদের নাম: Accountant
শূন্যপদ: ১ টি
শিক্ষাগত যোগ্যতা: কমার্সে স্নাতক ডিগ্রি। প্রার্থীকে Microsoft Office, স্প্রেডশিট এবং ট্যালি সফটওয়্যার-এ দক্ষতা থাকতে হবে।
মাসিক বেতন: ₹১৫,০০০
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
আবেদন পদ্ধতি:
আবেদনপত্র অফলাইনে পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে পাওয়া যাবে। প্রয়োজনীয় নথিপত্র ও পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে নিম্নলিখিত ঠিকানায়:
ঠিকানা:
Sub Divisional Officer,
District Project Management Unit (Rupashree Prakalpa),
Siliguri Sub-Division, Darjeeling
প্রয়োজনীয় নথি:
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজ ছবি
নিয়োগ প্রক্রিয়া:
Data Entry Operator: ৪০ নম্বরের লিখিত পরীক্ষা, ৫০ নম্বরের কম্পিউটার টেস্ট, ১০ নম্বরের মৌখিক পরীক্ষা।
Accountant: ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট, ১০ নম্বরের মৌখিক পরীক্ষা।
আবেদনের শেষ তারিখ:
৩০ সেপ্টেম্বর ২০২৪