রথীন রায় :- এক মাসের ব্যবধানে ফের উদ্ধার হল যুগলের ঝুলন্ত দেহ ! মঙ্গলবার দুপুর নাগাদ পুরুলিয়া ১নং ব্লকের গাড়াফুসরো অঞ্চলের রাণীবাঁধ এলাকার জঙ্গলের পাশে একটি আম গাছ থেকে উদ্ধার করা হয় কিশোর কিশোরীর ঝুলন্ত দেহ ! এদিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকা ও পাশাপাশি বেশ কিছু এলাকার মানুষ ভিড় জমান ! তবে তাৎক্ষণিক ভাবে দেহ দুটিকে কেউই সনাক্ত করতে পারেননি কেউই ! তার মধ্যেই ভিলেজ পুলিশ মারফৎ খবর পেয়ে ঘটনা স্থলে চলে আসে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ !
তারা দেহ দুটিকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায় ! অবশ্য এরমধ্যেই পরিচয় পাওয়া যায় ওই যুগলের ! জানা যায়, মৃত কিশোর কিশোরী হল জয়পুর থানার উপর কাহান গ্রামের বাসিন্দা ! তাদের নাম হল মন্দিরা কুমার(১৫) ও বিধান মাহাত(১৭) ! রাণীবাঁধ এলাকার কয়েকজন ব্যক্তির কথা অনুযায়ী এরা দুজনে প্রথমে স্থানীয় এক শিব মন্দিরে পুজো দেয় !
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল ! পরিবারের তরফে এটা মেনে নেওয়া নাও হতে পারে এই আশঙ্কাতেই চরম পথ বেছে নেয় তারা ! যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ! দুজনে পরিবারের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে বিষয়টি নিয়ে !!