আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারবার প্রশাসনকে জানিয়ে লাভ না হওয়ায়, রাস্তা কেটে বিক্ষোভ গ্রামবাসীদের!

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পশ্চিম মেদিনীপুর:- গ্রামে ঢোকার প্রধান রাস্তা কেটে বিক্ষোভের শামিল গ্রামেরই বাসিন্দারা! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের খেজুরবনি গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ গ্রামের ভেতরে গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তার ওপর জোরপূর্বক পাকার পাঁচিল তুলেছেন ওই গ্রামেরই ২ বাসিন্দা, সেই প্রাচীর তৈরির ফলে বন্ধ হয়ে যায় বেশ কিছু গ্রামবাসীদের যাতায়াতের রাস্তাটি। যার ফলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় ওই গ্রামের বাসিন্দাদের‌।

 

বারবার পুলিশ-প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত এবং বিডিও সহ একাধিক সরকারি আধিকারিকদের লিখিত আকারে রাস্তা খুলে দেওয়ার আবেদন জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ ওই গ্রামের বাসিন্দাদের। অবশেষে প্রশাসনের কোন হস্তক্ষেপ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের মানুষজন। গ্রামে ঢোকার প্রধান ও গুরুত্বপূর্ণ রাস্তা কেটে বিক্ষভে সামিল হন ওই গ্রামের মানুষজনেরা। গ্রামের সাধারণ মানুষজনের দাবি এই বিষয়ে প্রশাসন যদি কোন ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে এই থেকেও বড়ো আন্দোলন করবে বলে জানান তারা।

 

এবং সামনেই আসন্ন পঞ্চায়েত ভোট ভোটের আগে এই সমস্যার কোন সুরাহা না হলে পঞ্চায়েত ভোট বয়কটের করার কথাও জানিয়েছেন গ্রামবাসীরা। চন্দ্রকোনার ২নং জাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সদেশ প্রামাণিক জানান বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি অন অভিপ্রেত ঘটনা, আমরা দ্রুত বিষয়টিকে নিয়ে বসে মিটিয়ে নেবো। পাশাপাশি তিনি এও জানান ব্লক উন্নয়ন আধিকারিক কেউ বিষয়টি জানিয়েছেন, যাতে এর একটা সমাধান করা যায় সে বিষয়ে তিনি নিজেই উদ্যোগ নেবেন।

See also   ভিন ধর্মে বিয়ে করায় বৃদ্ধ মাকে একঘরে করেদিল গ্রামের মাতব্বররা - ধার্য করা হল মোটা অঙ্কের জরিমানা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি