*মিলন পাঁজা বাঁকুড়া*:—
বাটখারা নিয়ে যারা নিজেদের রুজি রোজগারের জন্য কর্ম করে থাকেন তাদের সেই বাটখারা প্রতিবছরের মত এ বছরও সরকারি নির্দেশ মত রিনিউ পরিষেবা আকুই গ্রামে।
ব্যবসা বলতেই বাটখারা, অধিকাংশ ব্যবসাতে ই প্রয়োজন পড়ে বাটখারার। আর বাটখারা বলতে ক্রেতা এবং বিক্রেতার সঠিক পরিমাণ জিনিসপত্রের আদান প্রদান। এই বাটখারা দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে অনেক সময় সঠিক পরিমাণ পাওয়া যায় না।
কখনো কম তো কখনো বেশি। বর্তমানে ইলেকট্রনিক্স বাটখারা প্রচলন বেড়েছে এই ইলেকট্রনিক্স বাটখারা অনেক সময় যান্ত্রিক গোলযোগ ও বাটখারা ব্যাটারির সমস্যা দেখা যায়। যার ফলে সঠিক পরিমাণ জিনিসপত্রের আদান প্রদান হয় না। ক্রেতাদের কথা মাথায় রেখে সরকারি তরফ থেকে প্রতিবছর সেই বাটখারা সঠিক পরিমাণ ওজনের জিনিসপত্র আদান-প্রদান হয় কিনা তার পরীক্ষা-নিরীক্ষা চলে। সেই মতোই আকুই গ্রামে চলছে বাটখারা পরীক্ষা-নিরীক্ষার কাজ। এতে যথেষ্টই খুশি ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।
ইন্দাসের আকুই থেকে মিলন পাঁজার রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা।