কৃষকসেতু, কৃষ্ণ সাহা , খণ্ডঘোষ:- পাট্টা দেওয়া খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছিল জোতদাররা — এমনই অভিযোগ তুলে সেই জমি ফের নিজেদের অধিকারে আনলেন ক্ষেতমজুররা। নেতৃত্বে ছিলেন বাম কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা-র নেতারা। মঙ্গলবার পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের জুবিলা গ্রামে লাল ঝান্ডা পুঁতে জমি পুনর্দখলের দাবি জানানো হয়।

সংগঠনের তরফে জানানো হয়েছে, বহু বছর আগে এই খাস জমির পাট্টা মিললেও, পরে তা জোতদাররা চাষ করে নিজেদের দখলে নিয়ে নেয়। কৃষক সভার নেতৃত্বে মাঠে নামেন পাট্টাদার ক্ষেতমজুরেরা। জমিতে লাল পতাকা পুঁতে জমি পুনরুদ্ধার করেন তাঁরা।
এদিন উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা নেতৃত্ব জিয়াউল হক মিদ্দা, সুকুমার রায়সহ অন্যান্যরা। তাঁদের দাবি, এই জমির অধিকার কায়েম করতে আগামীদিনে প্রয়োজনে আইনি লড়াই হবে এবং সংগঠন ওই লড়াইয়ে পাট্টাদারদের পাশে থাকবে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বামেদের দাবি, ভাতাড়ের পর এবার খন্ডঘোষেও জমি পুনর্দখলের লড়াই জোরদার হল।