সম্প্রতি অনেক ধরনের বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকার।সম্প্রতি তেমনই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্টেশনে টিকিট বিক্রেতা হিসেবে আপনাকে কাজ করতে হবে । এবং এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ অফলাইনে জারি করা হয়েছে । অর্থাৎ অনলাইনে আবেদন প্রক্রিয়া হবে না । এই বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় তথ্য অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বয়স এবং ঠিকানায় আপনাকে পোস্ট করতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আবেদনকারীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে । তার পাশাপাশি মাধ্যমিক পাস করতে হবে এবং কাজ জানার মত ইংরেজি জানতে হবে । সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটি সেটি হল প্রার্থীকে আবেদনকারীকে হুগলি বা পূর্ব বর্ধমানের স্থায়ী বাসিন্দা হতে হবে । কারণ পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার কয়েকটি হল স্টেশনে তাদেরকে পোস্টিং করা হবে । বেতন হিসেবে জানানো হয়েছে যে ১ থেকে ১৫ হাজার টিকেট বিক্রি করতে পারলে ১৫% , ১৫ হাজার থেকে ৫০০০০ টিকিট বিক্রি করতে পারলে ১২%, ৫০ হাজার থেকে এক লাখ টিকিট বিক্রি করতে পারলেন ৯% কমিশন ব্যবস্থা থাকবে । মোটকথা মাসে আপনি ১০০০ টাকার উপরে বেশি কমিশন পেয়ে যাবেন ।
সম্পূর্ণ প্রক্রিয়াটি অফলাইন হবে অর্থাৎ আবেদনকারীকে অফলাইনে মাধ্যমে সমস্ত নথি একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট বাক্সে ভোট দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ ই জুলাই এবং কোন স্টেশনে আপনি কাজ করতে চাইছেন সেটি খামের উপরে লিখে রাখতে হবে । আবেদনের ঠিকানা
The divisional railway manager( commercial) eastern railway, Howrah, yatri Niwas , 4th-floor commercial branch, Howrah, pin -711101