অবশেষে শেষ হল রণবীর কাপুর ও আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত বাংলোর কাজ। দীর্ঘ সময় ধরে চলা পুনর্নির্মাণ শেষে প্রকাশ্যে এসেছে তাঁদের ২৫০ কোটির এই বিলাসবহুল আবাসের বাহ্যিক রূপ। ঝুল বারান্দা থেকে শুরু করে চারপাশ সবুজে ঘেরা এই বাংলো ইতিমধ্যেই সবার নজর কেড়েছে।
এই বাড়ি কাপুর পরিবারের ঐতিহ্যেরই অংশ। একসময় এখানে থাকতেন রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুর। তাঁদের পরবর্তী প্রজন্ম ঋষি কাপুর ও নীতু কাপুরও এই বাংলোতে ছিলেন। এখন নতুন রূপে সেজে উঠেছে বাংলোটি, যেখানে শিগগিরই রণবীর-আলিয়া স্থায়ীভাবে উঠবেন বলে জানা যাচ্ছে। গৃহপ্রবেশ উপলক্ষে পূজার্চনার আয়োজনও হবে। প্রয়াত কৃষ্ণা রাজ কাপুরের স্মৃতিতে বাংলোটির নাম রাখা হয়েছে ‘কৃষ্ণা রাজ কাপুর ম্যানশন’।

বান্দ্রার এই জমি উত্তরাধিকারসূত্রে পান ঋষি ও নীতু কাপুর। সেই জায়গাতেই গত দেড় বছরে রণবীর-আলিয়া গড়ে তুলেছেন নতুন এই বিশাল বাংলো। এখন গৃহপ্রবেশের তোড়জোড় চলছে নীতু কাপুর ও আলিয়া ভাটের তত্ত্বাবধানে।
বর্তমানে কাজের ব্যস্ততায় ভরা দুজনের জীবন। রণবীর যেখানে ‘রামায়ণ’-এর শুটিং শেষ করে এখন ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজে ব্যস্ত, সেখানে আলিয়া আন্তর্জাতিক প্রজেক্ট নিয়েও ছুটছেন। তবু মাঝেমধ্যেই তাঁরা বান্দ্রার বাংলোর নির্মাণকাজ পরিদর্শন করেছেন। ছয় তলা এই বাংলোকে নিজের মতো করে সাজিয়েছেন দম্পতি। ভেতরের সাজসজ্জা এতটাই অনন্য যে সেটি দেখলেই নাকি দর্শক অবাক হবেন। জানা গিয়েছে, এই বাংলোর অর্ধেক অংশ মেয়ে রাহা কাপুরের নামে এবং বাকিটা ঋষি কাপুরের ইচ্ছেমতো নীতু কাপুরের নামে রেজিস্ট্রি করা হয়েছে।