শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আচমকাই নাম জড়িয়েছে পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর। ইডি সূত্রে খবর ছিল, নিয়োগ দুর্নীতিতে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের টাকা রাজের কাছেও গিয়েছে। সেই কারণে কী বিষয়ে এই লেনদেন তা জানতে ইডি ডাকতে পারে পরিচালককে৷ কিন্তু পরিচালক জানিয়ে দিয়েছেন, এই খবর ভুয়ো। এমন কিছু তাঁর জানা নেই। পরিচালক রাজ চক্রবর্তী বলেছেন, না, আমার অ্যাকাউন্টে কোনও টাকা লেনদেন হয়নি।
প্রথম দিন থেকে আজ অবধি যা করেছি সব রেপুটেড প্রোডাকশনের সঙ্গে চ্যানেলের সঙ্গে বা দু’ তিন জন প্রোডিউসারের সঙ্গেই আমি কাজ করেছি। আর কোনও আনওয়ান্টেড অ্যাকাউন্ট থেকে ভাগ্যবশত আমার অ্যাকাউন্টে টাকা আসেনি। রাজ এও জানান, তিনি কুন্তলকে কোনওদিনও চিনতেন না৷ সংবাদমাধ্যমেই তাঁকে প্রথম দেখেছেন।