আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সপ্তাহের শুরুতেই রাজ্যে ফিরছে বৃষ্টি, গাঙ্গেয় ও উত্তরবঙ্গে জারি সতর্কতা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও, রবিবার থেকে আবারও সক্রিয় হতে চলেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, স্ট্রং মনসুন ফ্লো-এর জেরে রবিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত বাড়তে পারে।

বিশেষ করে সোমবার গাঙ্গেয় বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই বৃষ্টির ফলে নদী ও পাহাড়ি এলাকায় সম্ভাব্য বিপদের জন্য স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বৃহস্পতিবার থেকে। তার আগ পর্যন্ত দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আজ শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তার ব্যাপকতা তুলনামূলকভাবে কম হবে। তবে রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।

সংক্ষিপ্ত পূর্বাভাস:

  • শনিবার: আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টি।
  • রবিবার: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।
  • সোমবার: গাঙ্গেয় ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।
  • বৃহস্পতিবার থেকে: দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

See also  ঠাকুর বিসর্জন কে কেন্দ্র করে সংঘর্ষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি