আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়না থানার পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত ছিনতাইবাজ- উদ্ধার ছিনতাই হওয়া সামগ্রী

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায় ( বর্ধমান ) :- বাইকে সওয়ার হয়ে সড়কপথে চলাচলকারী
মানুষজনের মূল্যবান সামগ্রী ছিনতাই করা চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করলো পুলিশ ।
ধৃতের নাম সেখ সাজিদ ওরফে রণি। পূর্ব বর্ধমানের মেমারি থানার ইছাপুরে ধৃতের বাড়ি ।ছিনতাই করে পালানোর সময়ে শনিবার দুপুরে জেলার রায়না থানার পুলিশ ও সেহারা বাজার ট্রাফিক ওসি উজ্জল কুমার ঘোষ বর্ধমান আরামববাগ রোডে মূলকাঠি তে ধরে ফেলে কুখ্যাত এই ছিনতাইবাজকে ।ছিনতাই চক্রের জাল কতদূর বিস্তৃত আছে তা জানার জন্যে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

পুলিশ জানিয়েছে ,রায়নার সেহারা গ্রামে বাড়ি শ্রীধর দাস পরামাণিকের ।এদিন বেলায় স্ত্রী ও ছেলেকে বাইকে চাপিয়ে নিয়ে শ্রীধর বাবু বর্ধমান থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। বেলা আনুমানিক সাড়ে ৮ টা নাগদ বর্ধমান আরামবাগ রোডে খালেরপুল এলাকায় হাম্প থাকায় তিনি বাইক স্লো করেন ।শ্রীধর বাবুর অভিযোগ তিনি বাইক স্লো করতেই হঠাৎতই বাইকে চেপে আসা এক যুবক তাঁর স্ত্রীর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । যে ব্যাগে শ্রীধর বাবুর স্ত্রীর নোবাইল ফোন , কিছু টাকা পয়সা ও দরকারি নথিপত্র ছিল। ঘটনার পরে শ্রীধর বাবু রায়না থানায় পৌছে ওসি পুলক মণ্ডল কে সবিস্তার জানান । অভিযোগ পাবার পরেই নড়ে চড়ে বসে রায়না থানার পুলিশ। সড়পথে ঘুরে ঘুরে পুলিশ ছিনতাই বাজের খোঁজ চালাতে শুরু করে । দুপুরের মধ্যেই রায়না থানার পুলিশ বর্ধমান আরামবাগ রোডে মূলকাঠি এলাকা থেকে কুখ্যাত ছিনতাইবাজ শেখ সাজিদকে ধরে ফেলে । পুলিশের দাবি ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে শ্রীধর বাবুর স্ত্রীর ব্যাগ,মোবাইল
ফোন , টাকা পয়সা ও নথিপত্র ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,অল্প বয়স থেকে ছিনতাইয়ে হাতপাকায় মেমারির ইছাপুর নিবাসী ২৬ বছর বয়সী যুবক শেখ সাজিদ ওরফে রণি। আগ্নেআস্ত্র নিয়ে ছিনতাই চালাতে বেরিয়ে শেখ সাজিদ ২০১৯ সালে প্রথমে বর্ধমান ও পরে মেমারি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়।জেল থেকে ছাড়া পাওয়ার পর ফের ছিনতাই চালাতে গিয়ে শেখ সাজিদ হুগলীর পাণ্ডুয়া থানার পুলিশের হাতে ধরা পড়ে। এবার সে রায়না থানার পুলিশের হাতে ধরা পড়লো । রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে বলে রায়না থানার পুলিশ জানিয়েছে ।

See also  এখনও পর্যন্ত কত দান পড়েছে রামলালার নামে?

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি