দিল্লির অক্সিজেনের ঘাটতি মেটাতে দুর্গাপুর থেকে অক্সিজেন এক্সপ্রেস চালানোর পরিকল্পনা রেলের। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই প্রস্তাবের কথা জানানো হয় রেলের তরফে। উল্লেখ্য, এই রাজ্যে উৎপাদিত অক্সিজেন প্ল্যান্টগুলি থেকে অন্য রাজ্যে প্রতিদিন ২০০ মেট্রিক টন অক্সিজেন পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। যদিও নবান্ন জানিয়ে বর্তমান পরিস্থিতিতে এত পরিমাণ অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো সম্ভব নয়। এই আবহে দুর্গাপুর থেকে দিল্লি পর্যন্ত অক্সিজেন এক্সপ্রেস চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল। মূলত স্টিল প্ল্যান্ট থেকে এই জীবনদায়ী গ্যাস দিল্লিতে পৌঁছে দেওয়া হবে।
এই প্রসঙ্গে রেল বোর্ডের চেয়ারম্যান সুনীত শর্মা বলেন,” অক্সিজেন এক্সপ্রেস চালানোর জন্য আমাদের গোটা রেলওয়ে রুট খতিয়ে দেখতে হচ্ছে। সবথেকে কম দূরত্বের রুট ব্যবহার করে আমাদের অক্সিজেন পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে দুর্গাপুর-দিল্লি রুটের কথা ভাবা হয়েছে।” দুর্গাপুর ছাড়াও দিল্লিতে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছে যাবে রাউরকেলা, কলিঙ্গনগর, অঙ্গুল, রায়পুর থেকে। এছাড়া জামশেদপুর থেকে অক্সিজেন এক্সপ্রেস চালানো হতে পারে মধ্যপ্রদেশের জবলপুর পর্যন্ত।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে অক্সিজেনের চাহিদা প্রবল হওয়ায় সেখানেই প্রথম অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে এই জীবনদায়ী গ্যাস পৌঁছে দেওয়া হয়েছিল। ১৯ এপ্রিল থেকে দেশে প্রথম অক্সিজেন এক্সপ্রেস চালু হয়। ১৯ এপ্রিল মুম্বই থেকে খালি ট্যাঙ্কার নিয়ে অক্সিজেন এক্সপ্রেস পৌঁছয় বিশাখাপট্টনমের স্টিল প্ল্যান্টে। এপর সেখান থেকে অক্সিজেন ভরে নাগপুর হয়ে তা নাসিকে পৌঁছয়।
krishna Saha
আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি