আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

Railway NTPC Recruitment 2024: রেলওয়ে নিয়োগ বোর্ডের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত, ৮১১৩ শূন্যপদে নিয়োগ

By krishna Saha

Published :

Railway NTPC Recruitment 2024
WhatsApp Channel Join Now

ভারতীয় রেলের তরফ থেকে দীর্ঘ পাঁচ বছর পর Railway Recruitment Board (RRB) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার, ক্লার্কসহ বিভিন্ন পদের জন্য মোট ৮১১৩টি শূন্যপদে এই নিয়োগ হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে Railway NTPC পরীক্ষার মাধ্যমে।

গুরুত্বপূর্ণ তথ্য:

  • Employment No: CEN 05/2024
  • মোট শূন্যপদ: ৮১১৩টি

পদের বিবরণ:

পদের নামবেতন (মাসিক)মোট শূন্যপদ
স্টেশন মাস্টার₹৩৫,৪০০৯৯৪
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার₹৩৫,৪০০১৭৩৬
গুডস ট্রেন ম্যানেজার₹২৯,২০০৩১৪৪
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট₹২৯,২০০১৫০৭
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট₹২৯,২০০৭৩২

বয়সসীমা:

  • ১৮ থেকে ৩৬ বছর। বয়সের হিসাব হবে ১ জানুয়ারি, ২০২৫ তারিখে।
  • সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

পশ্চিমবঙ্গের রেলওয়ে জোনের শূন্যপদ:

RRB ZONEচিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজারস্টেশন মাস্টারগুডস ট্রেন ম্যানেজারজুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টসিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টমোট শূন্যপদ
RRB Kolkata৫২৩৬৮২২০৪২৮১৪৩১৩৮২
RRB Malda৩৬৩০১২০১২১৯৮
RRB Siliguri১২২০৪০

শিক্ষাগত যোগ্যতা:

পদের নামপ্রয়োজনীয় যোগ্যতা
স্টেশন মাস্টারস্নাতক পাশ
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজারস্নাতক পাশ
গুডস ট্রেন ম্যানেজারস্নাতক পাশ
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টস্নাতক পাশ + টাইপিং (ইংরেজি/হিন্দি)
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টস্নাতক পাশ + টাইপিং (ইংরেজি/হিন্দি)

Read more – কৃষক সেতুর বিকল্প শিল্প সেতু নির্মাণের কাজ শুরু|

আবেদন পদ্ধতি:

  • আবেদন করতে হবে অনলাইনে, RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrbapply.gov.in-এ।
  • আবেদনকারীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • পাসপোর্ট সাইজের ছবি (২০ KB to ৫০ KB)
  • সিগনেচার (১০ KB to ৪০ KB)
  • SC/ST সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
See also  ভারতীয় রেলের ৪০০০ শূন্যপদে নিয়োগ,মাধ্যমিক পাশ,বেতন শুরু ২৫৫০০ থেকে!

নিয়োগ প্রক্রিয়া:

নিয়োগ প্রক্রিয়া পদ অনুযায়ী বিভিন্ন হবে। CBT-1, CBT-2, এবং কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে।

পদের নামCBT-1CBT-2স্কিল টেস্ট
স্টেশন মাস্টারAptitude Test
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার
গুডস ট্রেন ম্যানেজার
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টটাইপিং টেস্ট
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টটাইপিং টেস্ট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি