ভারতীয় রেলের তরফ থেকে দীর্ঘ পাঁচ বছর পর Railway Recruitment Board (RRB) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্টেশন মাস্টার, টিকিট সুপারভাইজার, গুডস ট্রেন ম্যানেজার, ক্লার্কসহ বিভিন্ন পদের জন্য মোট ৮১১৩টি শূন্যপদে এই নিয়োগ হবে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে Railway NTPC পরীক্ষার মাধ্যমে।
গুরুত্বপূর্ণ তথ্য:
Employment No: CEN 05/2024
মোট শূন্যপদ: ৮১১৩টি
পদের বিবরণ:
পদের নাম
বেতন (মাসিক)
মোট শূন্যপদ
স্টেশন মাস্টার
₹৩৫,৪০০
৯৯৪
চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজার
₹৩৫,৪০০
১৭৩৬
গুডস ট্রেন ম্যানেজার
₹২৯,২০০
৩১৪৪
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
₹২৯,২০০
১৫০৭
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
₹২৯,২০০
৭৩২
বয়সসীমা:
১৮ থেকে ৩৬ বছর। বয়সের হিসাব হবে ১ জানুয়ারি, ২০২৫ তারিখে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।