পূর্ব বর্ধমান জেলার গলসী থানার গলিগ্রাম এলাকার অনুরাগপুর গ্রামে চন্দ্রবোড়া সাপের কামড়ে মৃত্যু হলো ৪৬ বছরের পুষ্পা বাগদির। সোমবার বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
মৃতার ছেলে সঞ্জয় বাগদি জানান, রবিবার দুপুর প্রায় ১২টার সময় তার মা মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎই ডান পায়ের গোড়ালির কাছে একটি চন্দ্রবোড়া সাপ কামড় দেয়।
দু’মিনিটের মধ্যেই বাড়ি ফিরে এসে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর দ্রুত তাকে পুরসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় এবং ময়নাতদন্তের পর সোমবার দেহটি পরিবারের হাতে তুলে দেয়।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অনুরাগপুর গ্রামে।








