আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুজোর আগে তাঁতিদের জন্য সুখবর।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পুজোর আগে তাঁতিদের জন্য সুখবর, তন্তুজ পুজোর সময় গোটা রাজ্যে এক কোটি টাকার কাপড় কিনবে তাঁতিদের থেকে সরাসরি। ধাত্রীগ্রাম তাঁত কাপড় হাটে এসে সংবাদমাধ্যমকে জানালেন তন্তুজ এর এমডি রবীন্দ্রনাথ রায়। এবং শনিবার ধাত্রীগ্রাম তাঁত কাপড় হাটে এসে এলাকা পরিদর্শন করেন, তন্তুজের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তন্তুজের এমডি রবীন্দ্রনাথ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ বিশিষ্টজনেরা। রবীন্দ্রনাথ বাবু এবং শনিবার তিনি বলেন, গোটা রাজ্যের ছটি জায়গা থেকে এক কোটি টাকার কাপড় কেনা হবে। আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাঁতিদের কাপড় দিতে হবে। মন্ত্রী স্বপনবাবু তিনি এদিন বলেন, এখানে একটি ওয়্যারহাউস রয়েছে সেটির পরিদর্শনে এসেছিলেন এম ডি, আমাদের ৬৪ টি শোরুম রয়েছে ওটা রাজ্যে সেখানেই হস্ত চালিত তাঁতিদের থেকে কাপড় কিনে এগুলি বিক্রি হবে। গুণগত মান বিচার করে কাপড় নেয়া হবে। আমরা আগে থেকেই এক কোটি টাকার কাপড় নেওয়া হবে সেটি ডিক্লিয়ার করলাম।

See also  সহায়ক মূল্যে ধান বেচা কেনায় সমস্যা নিয়ে আলোচনা পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য স্থায়ী সমিতির সভায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি