অরিজিৎ মাইতি ( পূর্ব মেদিনীপুর ) :- জী ফাইপ ওয়েব সিরিজের ‘অভয় 2’ সিনেমার একটি দৃশ্যে শহীদ ক্ষুদিরাম বসুকে দুষ্কৃতি হিসাবে উপস্থাপনা করার প্রতিবাদে সোমবার পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হলো, এসইউসিআই দলের ছাত্র— যুব— মহিলা এবং কিশোর সংগঠন ৷ছাত্র সংগঠন এ আই ডি এস ও,যুব সংগঠনের এ আই ডি ওয়াই ও, মহিলা সাংস্কৃতিক সংগঠন এ আই এম এস এস ও কিশোর সংগঠন কমসোমলের পক্ষ থেকে জেলার কাঁথি ,এগরা ,বাজকুল, তমলুক,পাঁশকুড়া,রামতারক ,মেছেদা ,মহিষাদল সহ সর্বত্রই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় ৷
কাঁথিতেও শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করে কর্তৃপক্ষের এই ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়৷ এই কর্মসূচীর অঙ্গ হিসেবে একটি মিছিল কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড পরিক্রমণ করে ৷এ আই ডি এস ও’র পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক বিশ্বজিৎ রায় জানান— “ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ ক্ষুদিরাম বসুর ছবি দুষ্কৃতিদের সঙ্গে উপস্থাপনা করার যে ঘৃণ্য কাজ জী ফাইপ ওয়েব সিরিজে উপস্থাপিত করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ৷ পরাধীন ভারতবর্ষে ব্রিটিশরা ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করেছিল!
স্বাধীন ভারতবর্ষেও ক্ষমতায় থাকা শাসক শ্রেণী ক্ষুদিরামকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে৷ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এবং তার গৌরবোজ্জ্বল অধ্যায়কে কালিমালিপ্ত করার বিরুদ্ধে আমরা আজকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছি ৷জেলার সর্বত্র বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে৷ আগামী দিনেও যখনই এই অপচেষ্টা হবে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে সামিল হবো৷ আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে জী ফাইপ কর্তৃপক্ষকে জনসমক্ষে ক্ষমা স্বীকার করতে হবে এবং ‘অভয় ২’ সিনেমাটি নিষিদ্ধ করতে হবে ৷ পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে”
তমলুক শহরেও ক্ষুদিরাম বসুর মূর্ত্তিতে মাল্যদান ও একটি ধিক্কার মিছিল হাসপাতাল মোড় চত্বরে অনুষ্ঠিত হয়৷
মহিষাদলেও সিনেমা মোড়ে ক্ষুদিরাম বসুর মূর্তি সংলগ্ন স্থানে প্রতিবাদে সামিল হয়। এ আই ডি এস ও৷পাঁশকুড়া ,এগরা,রামতারকেও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়৷
কাঁথির কর্মসূচীতে নেতৃত্বদেন সংগঠনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রজ্ঞিত জানা,এগরাতে সজ্ঞয় ওঝা,পাঁশকুড়াতে সুমন্ত সী ,রামতারকে সংগঠনের জেলা কমিটির সদস্য অনিরুদ্ধ মাইতি,মহিষাদলে বাপি বেরা প্রমুখরা