আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ধর্ষণ মামলার অভিযুক্ত কার্তিক মহারাজের গ্রেফতারের দাবিতে বহরমপুরে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন প্রদান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে SDPI-এর মহিলা শাখা ওমেন ইন্ডিয়া মুভমেন্ট (WIM)-এর পক্ষ থেকে শনিবার একটি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ধর্ষণ মামলায় অভিযুক্ত কার্তিক মহারাজকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের YMA-এর ময়দান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যায় এই মিছিল।

Oplus_16777216

বাস স্ট্যান্ডে আয়োজিত পথসভায় ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর নেত্রী রুনা লাইলা বলেন,
“অভিযুক্ত কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ধর্ষণের মতো জঘন্য অপরাধে অভিযুক্ত কেউ প্রকাশ্যে ঘুরে বেড়ালে তা ন্যায়বিচার ও আইনের পরিপন্থী। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের নারী-পুরুষ সকলকেই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হতে হবে।”

SDPI-রাজ্য সম্পাদক মাসুদুল ইসলাম হিন্দু সমাজের বিবেক কে জাগ্রত করার উদ্দেশ্যে বলেন— কার্তিক মহারাজ সনাতন ধর্মের কলঙ্ক, নারী সমাজের উচিত তার বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলে সমাজের সামনে মুখোশ খুলে দেওয়া এবং ধর্ষিতা সেই নারীকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া।

পথসভা শেষে একটি প্রতিনিধি দল বহরমপুর থানায় গিয়ে থানার অফিসার-ইন-চার্জ (IC)-এর হাতে ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনে তিনটি প্রধান দাবি জানানো হয়:

১. অবিলম্বে অভিযুক্ত কার্তিক মহারাজকে গ্রেফতার করতে হবে।
২. নিরপেক্ষ, স্বচ্ছ ও সময়োপযোগী তদন্ত নিশ্চিত করতে হবে।
৩. ভুক্তভোগী নারীর পূর্ণ নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক সহায়তা সুনিশ্চিত করতে হবে।

বহরমপুর থানার IC প্রতিনিধি দলকে জানান যে, উক্ত ডেপুটেশন জেলা পুলিশ সুপারকে হস্তান্তর করা হবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে। প্রতিনিধি দলে ছিলেন— ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর জাতীয় কমিটির সদস্যা রুনা লাইলা, রাজ্য সাধারণ সম্পাদিকা তুহিনা পারভীন, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি শবনম মুস্তারী, জেলা কমিটির সদস্য সুফিয়া পারভীন এবং সাবিনা ইয়াসমিন।

আয়েসা সিদ্দিকা
জেলা সাধারণ সম্পাদিকা
ওমেন ইন্ডিয়া মুভমেন্ট
দক্ষিণ মুর্শিদাবাদ

See also  আজকের দিনের ইতিহাস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি