আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পদ্মাপারে ‘ধূমকেতু’ মুক্তির পথে, বাংলাদেশ হাই কমিশনের দ্বারস্থ প্রযোজক রানা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রেক্ষাগৃহে দর্শকের মন জয় করছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত এই সিনেমা ১৪ আগস্ট বড়পর্দায় মুক্তির পর থেকেই ভালো ব্যবসা করছে। টলিউডে হিট হওয়ার পাশাপাশি ছবিটি বাংলাদেশেও মুক্তি পাক, এমনই উদ্যোগ নিয়েছেন প্রযোজক রানা সরকার। এ নিয়ে শুক্রবার তিনি বৈঠক করেন বাংলাদেশ হাই কমিশনে।

“বাংলাদেশে দেব-শুভশ্রীর অসংখ্য ফ্যান। তাঁরা অনুরোধ করেছেন রিলিজের জন্য। আমি সোশাল মিডিয়ায় সরকারকে এই নিয়ে আবেদন আগেই জানিয়েছিলাম। তারপর বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে ডেপুটি হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ হয়। আমাদের দেখা হয় এবং তারপর শুরু হয় যাবতীয় প্রক্রিয়া। আজ এখানে এসে যিনি ফার্স্ট সেক্রেটারি তাঁকে আবেদন জমা দিলাম। এমনকি বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গেও এই নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। দুই দেশের মধ্যে বেশ কিছু আইনি বিষয় থাকেই। তার প্রক্রিয়াকরণ শুরু করা হবে খুব তাড়াতাড়ি এবং জানানো হবে যে, ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে কিনা।’

দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাংলাদেশে ভারতীয় সিনেমা, বিশেষ করে টলিউড ও বলিউড তারকাদের প্রতি উন্মাদনা সবসময়ই চোখে পড়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতেও তার প্রমাণ মিলেছে— ‘ধূমকেতু’ ঘিরে ভক্তদের উত্তেজনা ও সোশ্যাল মিডিয়ায় জোরদার পোস্ট। সেই উন্মাদনার স্রোতেই এবার পদ্মাপারে মুক্তির দাবি তুলেছেন ছবির অন্যতম প্রযোজক রানা সরকার।

ইউনুস সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশের খ্যাতনামা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তাঁকে ট্যাগ করে রানা সরকার আগেই লিখেছিলেন, “বাংলাদেশে ‘ধূমকেতু’ রিলিজ করতে আমরা আগ্রহী। অতঃপর পদ্মাপারের দেশু অনুরাগীরাও ‘ধূমকেতু দেখতে পান কিনা এবার সেটাই দেখার।”

See also  বৃষ্টি ভেজা রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা পূর্বস্থলীতে - মৃত তিন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি