আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাঁকুড়ার শালতোড়ায় পাথর শিল্প খোলার দাবিতে মিছিল ও ডেপুটেশন।

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

দিব্যেন্দু গোস্বামী

 

প্রায় দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাঁকুড়া জেলার পাথর শিল্প। যে শিল্পের ওপর নির্ভর করে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় দশ হাজারের বেশি মানুষ যুক্ত আছেন বলে বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির শালতোড়া শাখার কর্মকর্তারা জানান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এই সুদীর্ঘ কাল পাথর ক্রাশার গুলি বন্ধ থাকার ফলে প্রায় হাজার দশেক পরিবার নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে।এই মুহূর্তে একশো দিনের কাজ বন্ধ ,তার ওপর অন্যতম কর্মস্থল পাথর শিল্প বন্ধ থাকায় খেটে খাওয়া মানুষ গুলোর দিন রাতের ঘুম উড়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পাথর শিল্পের সঙ্গে যুক্ত মালিকেরাও ঋণ গ্রস্ত হয়ে পড়েছেন।তাই এই সংকট কালীন মুহূর্তে বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটি শালতোড়া শাখার পক্ষ থেকে শুক্র বার শালতোড়ায় মিছিল করে শালতোড়ার বিডিও এবং শালতোড়া থানার ওসি র নিকট ডেপুটেশন দেওয়া হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

অবিলম্বে পাথর শিল্প খোলা,পাথর শিল্পের নিয়মের সরলীকরণ সহ একাধিক দাবিতে এই ডেপুটেশন সংঘটিত হয়।

 

See also  করোনা ভাইরাসের প্রভাবে, মুরগির সেল ভাতারে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি