আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অনেকটা মধ্যবিত্তের নাগালে সব্জি ও মাছ মাংসের দাম

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রথীন রায় বর্ধমান :- আমন ধানের প্রভূত ক্ষতি সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ব্যাপক সমস্যায় পড়েছিলেন কৃষি প্রধান বর্ধমানের সাধারণ মানুষ ! প্রকৃতির নিয়মে অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরেছে !কয়েকদিন ধরে বাজার দর স্বস্তি ফিরিয়ে ছিল ! যদিও সামান্য বেড়েছে বাজারে শাক সবজির দাম ! তবে এদিন সামান্য কমেছে মাছ-মাংস ! চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে বর্ধমান শহরে কত যাচ্ছে মাছ, মাংস, শাক-সবজির বাজার দর ! (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে) !

 

 

জ্যোতি আলু ১০-১২ টাকা প্রতি কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ৮-৯ টাকা), চন্দ্রমুখী আলু ১৪-১৮ টাকা কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ১০-১২ টাকা), নতুন আলু ১৬ টাকা কিলো। পেঁয়াজ প্রতি কিলো ৪৫-৫০ টাকা (পাইকারি বাজার দর প্রতি কিলো ৩৫-৪০ টাকা), আদা প্রতি কিলো ৭০-৮০ টাকা, কাঁচালঙ্কা প্রতি কিলো ৮০-১০০ টাকা !

 

 

লাউ প্রতি কিলো ২৫-৩০ টাকা, কুমড়ো প্রতি কিলো ২০-৩০ টাকা, পেঁপে ২০-৩০ টাকা কিলো, ফুলকপি প্রতি পিস ১৮-২০ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকা কিলো, শসা ৫০ টাকা কিলো, ধনেপাতা ১২০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা প্রতি কিলো !

 

 

এদিকে মাছ ও মাংসের দাম কার্যত আকাশছোঁয়া ! তেলাপিয়া মাছ প্রতি কেজি ১৮০-২০০ টাকা, ট্যাংরা মাছ ২০০-২২০ টাকা কেজি, ভোলা মাছ প্রতি কেজি ১৮০-২০০ টাকা, পার্শে ২৫০-৩৫০ টাকা, মৌরোলা ৪০০ টাকা, পাবদা ৩০০-৪০০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৪০০-৪৫০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৫৫০-৭০০ টাকা !

 

 

রুই মাছ প্রতি কেজি ২৫০-৩০০ টাকা, কাতলা মাছ প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা, ভেটকি মাছ প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, ৬০০ গ্ৰাম থেকে প্রায় ১ কেজি ওজনের ইলিশের দাম ৬০০-৮৫০ টাকা কেজি ! এছাড়াও মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৬৫-২১০ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কেজি ২২০-২৫০ টাকা, পাঁঠা / খাসির মাংস প্রতি কেজি ৬৩০-৭২০ টাকা !

See also  NCB এবং ভারতীয় নৌবাহিনী ২০০০ কোটি টাকার ড্রাগ বাজেয়াপ্ত করলো !

 

প্রসঙ্গত বিদ্যাদেবী আরাধনার আগের দিন অর্থাৎ শুক্রুবার বৃষ্টিপাতের কারণে খণ্ডঘোষ, রায়না, জামালপুর, মেমারি, গলসি সহ দামোদর তীরবর্তী আলু জমিতে জল জমে ফের ক্ষতির সম্মূখীন চাষীরা !!

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি