রথীন রায় বর্ধমান :- আমন ধানের প্রভূত ক্ষতি সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে ব্যাপক সমস্যায় পড়েছিলেন কৃষি প্রধান বর্ধমানের সাধারণ মানুষ ! প্রকৃতির নিয়মে অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরেছে !কয়েকদিন ধরে বাজার দর স্বস্তি ফিরিয়ে ছিল ! যদিও সামান্য বেড়েছে বাজারে শাক সবজির দাম ! তবে এদিন সামান্য কমেছে মাছ-মাংস ! চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে বর্ধমান শহরে কত যাচ্ছে মাছ, মাংস, শাক-সবজির বাজার দর ! (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে) !
জ্যোতি আলু ১০-১২ টাকা প্রতি কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ৮-৯ টাকা), চন্দ্রমুখী আলু ১৪-১৮ টাকা কিলো (পাইকারি বাজার দর প্রতি কিলো ১০-১২ টাকা), নতুন আলু ১৬ টাকা কিলো। পেঁয়াজ প্রতি কিলো ৪৫-৫০ টাকা (পাইকারি বাজার দর প্রতি কিলো ৩৫-৪০ টাকা), আদা প্রতি কিলো ৭০-৮০ টাকা, কাঁচালঙ্কা প্রতি কিলো ৮০-১০০ টাকা !
লাউ প্রতি কিলো ২৫-৩০ টাকা, কুমড়ো প্রতি কিলো ২০-৩০ টাকা, পেঁপে ২০-৩০ টাকা কিলো, ফুলকপি প্রতি পিস ১৮-২০ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকা কিলো, শসা ৫০ টাকা কিলো, ধনেপাতা ১২০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা প্রতি কিলো !
এদিকে মাছ ও মাংসের দাম কার্যত আকাশছোঁয়া ! তেলাপিয়া মাছ প্রতি কেজি ১৮০-২০০ টাকা, ট্যাংরা মাছ ২০০-২২০ টাকা কেজি, ভোলা মাছ প্রতি কেজি ১৮০-২০০ টাকা, পার্শে ২৫০-৩৫০ টাকা, মৌরোলা ৪০০ টাকা, পাবদা ৩০০-৪০০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৪০০-৪৫০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৫৫০-৭০০ টাকা !
রুই মাছ প্রতি কেজি ২৫০-৩০০ টাকা, কাতলা মাছ প্রতি কেজি ৩০০-৩৫০ টাকা, ভেটকি মাছ প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, ৬০০ গ্ৰাম থেকে প্রায় ১ কেজি ওজনের ইলিশের দাম ৬০০-৮৫০ টাকা কেজি ! এছাড়াও মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৬৫-২১০ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কেজি ২২০-২৫০ টাকা, পাঁঠা / খাসির মাংস প্রতি কেজি ৬৩০-৭২০ টাকা !
প্রসঙ্গত বিদ্যাদেবী আরাধনার আগের দিন অর্থাৎ শুক্রুবার বৃষ্টিপাতের কারণে খণ্ডঘোষ, রায়না, জামালপুর, মেমারি, গলসি সহ দামোদর তীরবর্তী আলু জমিতে জল জমে ফের ক্ষতির সম্মূখীন চাষীরা !!