আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নানুরে পরিযায়ী শ্রমিকের মৃত্যু পরিবারে পাশে সভাধিপতি কাজল শেখ

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

উত্তরপ্রদেশের ছায়া এবার অন্ধ্রপ্রদেশে। বীরভূমের আরো এক পরিযায়ী শ্রমিকের রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত মৃতদেহ। যার বাড়ি বীরভূমের নানুর থানার বড়াগ্রামে। বাংলা ভাষা বলার জন্য এই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে আশঙ্কা করছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

মৃত পরিযায়ী শ্রমিকের নাম দুধকুমার বাগ্দী। বয়স (১৮ বছর)। বাড়ি নানুরের বড়া গ্রামে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছিলো সেই বাড়ি বড় করে করার জন্য ব্যাঙ্গালোরে একটি রুটির কারখানায় কাজের উদ্দেশ্যে গত বুধবার বাড়ি থেকে বেরিয়েছিল। ট্রেনে করে যাওয়ার সময় গতকাল বিকেল নাগাদ ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দুধকুমার বাগ্দীর। তারপর আরপিএফ এর তরফে বিষয়টি পরিবারকে জানানো হয়।

খবর জানতে পেয়ে শুক্রবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। কসবা শ্রমিকের মতো এই পরিযায়ী শ্রমিককে বাংলা বলার জন্য মেরে দেওয়া হয়েছে বলে অনুমান করছেন। এই বিষয়ে থানাতে অভিযোগ করবে বলে জানিয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কিভাবে মারা গেছে তার সঠিক তদন্ত করে আমরা দেখব। রাজ্যের নেতৃত্বকে সমস্ত বিষয়ে জানানো হয়েছে।

অন্যদিকে SIR নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন জেলা সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন যদি কোন বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে যেভাবে বামফ্রন্টকে নানুর তথা রাজ্য ছাড়া করেছি ঠিক সেই ভাবেই বিজেপিকে গুজরাট পাঠিয়ে ছাড়বো। এভাবেই SIR নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ জেলা সভাধিপতি কাজল শেখের

বীরভূমে নানুর থেকে কার্তিক ভান্ডারী রিপোর্ট

See also  অন্তঃসত্ত্বা মহিলাকে জোর করে গর্ভপাত করানোর ঘটনায় চাঞ্চল্য গোঘাটে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি