আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চক্রবর্তী বাড়ির প্রস্তুতি চলছে জোর কদমে

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা (রায়না) : – পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ছোট বৈনান গ্রামের চক্রবর্তী পাড়ার কালীপুজো এ বছর ১৭৫ তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছর দীপান্বিতা কালীপূজার দিনে মায়ের পূজা হয়ে থাকে ছোট বৈনান গ্রামের চক্রবর্তী পাড়ায়। এই কালিমা ৩০০ বছরের পুরনো হলেও ১৭৫ বছর ধরে পূজা হয়ে আসছে বলে জানালেন স্থানীয় এক বাসিন্দা।

 

সকলে মনে করেন চক্রবর্তী পাড়ার মা কালী খুবই জাগ্রত সকলের মনস্কামনা তিনি পূরণ করেন। বলি প্রথার প্রচলন রয়েছে মায়ের পূজায়। প্রতিবছর দীপাবলিতে পাঠাবলি হয়ে থাকে এই পুজোয়। এছাড়াও মায়ের বিসর্জনও করা হয় বেশ জাকজমক সহকারে।

 

স্থানীয় সূত্রে জানা যায় বিসর্জনের দিন চক্রবর্তী পাড়ার মা কালীর বিসর্জনের সঙ্গে সঙ্গে আরও ১০০ টি মা কালীর বিসর্জনের আয়োজন করা হয়। চক্রবর্তী পাড়ার কালীপুজোকে কেন্দ্র করে এলাকার মানুষদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো!

 

See also  পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি