আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শুভেন্দুর নন্দীগ্রামে জনসভার প্রস্তুতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

অরিজিৎ মাইতি, পূর্ব মেদিনীপুরঃ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মোড়কে, কাল নন্দীগ্রামে কার্যত শক্তি প্রদর্শনে নামবেন শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীরা। গোকুলনগরে কাল ৫০ হাজার জমায়েতের টার্গেট নিয়েছে, শুভেন্দু ও অনুগামীরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দাদার অনুগামীদের ঢল নামার কথা। বাড়তি উৎসাহে সোমবার থেকেই উত্তরবঙ্গের লোকজন আসতে শুরু করেছেন। তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে,কোলাঘাট,তমলুক, নন্দকুমার,চন্ডিপুর, হলদিয়া ও কাঁথির বিভিন্ন লজ ও গেস্ট হাউসে।

সোমবার বিকেল থেকেই কলকাতা থেকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও আসতে শুরু করবেন। তাদের নন্দীগ্রাম কলেজে থাকার ব্যবস্থা হচ্ছে। শুভেন্দুবাবু সভা থেকে কী বার্তা দেন?এখন গোটা রাজ্য রাজনীতির নজর সেদিকেই! নন্দীগ্রামে তিনটি সভা মঞ্চ তৈরি করা হচ্ছে।

Krishaksetu Bangla
Krishaksetu Bangla

বেশ কয়েক জায়গায় বড়ো বড়ো এল ই ডি লাগানো হচ্ছে। পাঁচ টির বেশি ড্রোন ক্যামেরা থাকছে। বায়ো টয়লেট আনা হয়েছে, বেশ কিছু। পানীয় জলের গাড়ি ও পানীয় জলের পাউচ ও থাকছে। থাকছে তিনশো ভালেন্টিয়ার।জেলার বিভিন্ন প্রান্তে বড়ো বড়ো গেট তৈরি করা হয়েছে।এখন দেখার এই সভা থেকে নতুন কি বার্তা দেন শুভেন্দু অধিকারী?

See also  এক ঝলকে দেখে নিন পূর্ব বর্ধমানের আজকের করোনা আক্রান্তের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি