আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রদীপ মজুমদার মন্ত্রী হওয়ায় উচ্ছাসে ভাসছে বিপ্লবীদের পিঠস্থান দক্ষিণ দামোদরের বাসিন্দারা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

 

প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৩ আগষ্ট

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছে বিপ্লবী রাসবিহারী বসু,বটুকেশ্বর দত্ত ও রাসবিহারী ঘোষেন নাম।দেশ বরেন্য এই তিন বিপ্লবীর জন্মভূমি ও কর্মভূমি পূর্ব বর্ধমান জেলার
দক্ষিণ দামোদর এলাকা।তাই দক্ষিণ দামোদর
এলাকার বাসিন্দাদের গর্বের অন্ত নেই । তবে
এত কিছুর পরেও দক্ষিন দামোদর এলাকার কোন ভূমিপুত্রে মন্ত্রী হিসাবে পান নি বাসিন্দা ।

 

 

সেই আক্ষেপ আর রাখলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার রাজভবনে রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিলেন রায়না বিধানসভার গোতান পঞ্চায়েতের কামারহাটি গ্রামের ভূমিপুত্র প্রদীপ মজুমদার।গ্রামের ছেলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী হওয়ায় স্বাভবতই উচ্ছশিত কামারহাটি সহ গোটা দক্ষিন দামোদর এলাকার বাসিন্দারা ।

 

কামারসাটি গ্রামে দেশবাড়ি ৭৬ বছর বয়সী প্রদীপ মজুমদারের।তাঁর পিতা রাসবিহারী মজুমদার শিক্ষা দরদি মানুষ হিসাবে গ্রামে পরিচিত। রাসবিহারি বাবুর দান করা জমিতেই
গড়ে ওঠে কামারহাটি উচ্চ বিদ্যালয়। প্রদীপ
বাবুর দাদা সুদীপ মজুমদার একজন স্বনামধন্য আইনজীবী। কলকাতার শ্যামবাজারের মোহনবাগান লেনে প্রদীপ বাবুর বাড়ি রয়েছে।কাজের প্রয়োজনে সেই বাড়িতে এখন তাঁকে থাকতে হয়।তবে সময় পেলেই কামারহাটির দেশ বাড়িতে এসে তিনি থাকেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাশ করার পরে প্রদীপ বাবু কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ।

 

 

সেখান থেকেই তিনি স্নাতক, স্নাতকোত্তর স্তরের শিক্ষা পর্ব সমাপ্ত করেন। তারপর দেশ-বিদেশের বিভিন্ন কৃষি বিষয়ক সংস্থার সর্বোচ্চ পদে তিনি কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পরেও প্রদীপ বাবু বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকেন।২০১১ সালে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরে রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা হিসাবে দায়িত্ব সামলান। ২০২১ বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব বিধানসভা থেকে ভোটে লড়ে জিতে তিনি বিধায়ক হন ।

 

 

এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রাজ্য মন্ত্রিসভার সদস্য করলেন। মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে প্রদীপ মজুমদার বলেন, “এখন থেকে দায়িত্ব ও কর্তব্য অনেক বেড়ে গেল। রাজ্যের উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন তা নিষ্ঠার সঙ্গে পালন করব“।

See also  যুদ্ধের আঙিনায় মোদিকে চিঠি মমতার

 

 

 

প্রদীপ বাবু মন্ত্রী হওয়ায় দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দাদের প্রত্যাশা বুহুগুন বেড়ে গিয়েছে । তাঁরা মনে করছেন ,“এবার রায়না ২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি হবে । পাশাপাশি দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দাদের বর্ধমান যাতায়াতের সুবিদার্থে দামোদরের উপর নতুন সেতু তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হবে“। প্রদীপ বাবুর আত্মীয় জগবন্ধু হাজরা বলেন, “কামারহাটি গ্রাম তাঁর দাদা প্রদীপ মজুমদারের প্রাণের জায়গা ।

 

 

এই গ্রামের স্কুলের উন্নতি ঘটানো থেকে শুরু করে গোতানে কলেজ তৈরিতেও প্রদীপ বাবুর বড় ভূমিকা রয়েছে“। মাধবডিহির তৃণমূল নেতা জুলফিকার আলি খানের বলেন, “ প্রতি সপ্তাহে প্রদীপ বাবু কামারহাটি গ্রামের বাড়িতে আসেন। এলাকার মানুষের সমস্যার কথা শোনেন।এলাকায় বিদ্যুতের সংযোগ ও রাস্তা ঘাটের উন্নয়নে তাঁড় উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।“প্রদীপ বাবুকে রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী করার জন্য তাঁর ছেলে জয়দীপ মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রীকে
কৃতজ্ঞতা জানিয়েছেন ।

 

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি