আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চুরি যাওয়া 11 টি গাড়ির স্টেপনির টায়ার ফিরিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আমিরুল ইসলাম

ত কয়েক সপ্তাহ ধরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে থাকা ডামপার, লরি টায়ার চুরি হচ্ছিল। মঙ্গলকোটের পদিমপুর, দাসগড় ,নতুনহাট এই সমস্ত জায়গায় বেশ কয়েকটি গাড়ির টায়ার চুরি হয়। গাড়ির মধ্যে যে অতিরিক্ত টায়ারটি থাকে সেই টায়ার টিকে চুরি করে নিচ্ছিল। মঙ্গলকোট থানায় অভিযোগ হলে, পুলিশ নড়েচড়ে বসে।

শুরু হয় গোপনে তদন্ত।গত 28 তারিখ ভোর বেলায় নতুন হাটের লোচন দাস সেতু থেকে সিভিল ড্রেসে থাকা এক পুলিশ আধিকারিক একটি ডাম্পার গাড়ি আটক করে। সেই গাড়ি থেকে উদ্ধার হয় 11 টি টায়ার। গ্রেফতার করা হয় তিন জনকে।সেই এগারটি টায়ার আজ ফিরিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ।এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ।বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরো টায়ার উদ্ধার হবে বলে জানিয়েছেন মঙ্গলকোট থানার পুলিশ।আজ যে সমস্ত ব্যক্তির টায়ার চুরি হয়ে গেছিল তাদের সেই টায়ার ফিরিয়ে দিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ।বীরভূমের নতুন গ্রামের বাসিন্দা হিরন শেখ জানান, আমার গত 26 তারিখে টায়ার চুরি হয়ে গেছিল গাড়ি থেকে।

আমি লিখিত অভিযোগ জানিয়ে ছিলাম আমাদের নানুর থানায়। মঙ্গলকোট থানা থেকে গতকাল ফোন করা হয়েছিল। আমি আজ আমার চুরি যাওয়া টায়ার ফিরে পেলাম, মঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মিথুন ঘোষ কে জানাই অসংখ্য ধন্যবাদ। পুলিশ এইভাবে কাজ করলে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো।

See also  করোনা আতঙ্কে বাংলা নববর্ষ শুরুর দিনে তালাবন্ধ থাকলো বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলার মন্দির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি