আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ছিনতাইয়ের আগে পুলিশের জালে চার দুষ্কৃতী! মালদার বাইপাসে অভিযান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মালদা: ভোররাতে জাতীয় সড়কের বাইপাসে বড় ছিনতাইয়ের ছক ভেস্তে দিল মালদা থানার পুলিশ। ছিনতাইয়ের পরিকল্পনা করতে জড়ো হওয়া চার সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃতরা হল বিজয় কর্মকার, সুজিত কর্মকার, রণি দাস ও জিৎ ঘোষ — সকলেই পুরাতন মালদার সাহাপুর বাগানপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে রশিলাদহ বাগানপাড়া সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।

বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকেই পাকড়াও করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র, লোহার রড, নাইলনের দড়ি এবং টর্চলাইট।

তদন্তে জানা গেছে, তারা বাইপাসে কোনো গাড়ি বা পণ্যবাহী লরিকে টার্গেট করেছিল। কিন্তু পরিকল্পনা কার্যকর হওয়ার আগেই পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায়।
বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।

See also  আরও এক করোনা আক্রান্তের মৃত্যু হল পূর্ব বর্ধমানে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি