সূত্রের খবর, ১২ নম্বর জাতীয় সড়কে কালুয়াদিঘির কাছে পেট্রোলিং চলাকালীন পুলিশ একটি ধাবার সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি ছোট চারচাকার গাড়ি লক্ষ্য করে। গাড়িতে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৬০০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লক্ষ টাকা।

তিনজনকে গাড়িসহ মালদা থানায় নিয়ে যাওয়া হয়। জেরায় তারা জানায়, কালিয়াচক থেকে মাদক কিনে বিহারের মাধাইকুরা গ্রামে পাচার করতে যাচ্ছিল। তাদের বয়ানে ভিত্তি করে মালদা থানার পুলিশ কালিয়াচকে অভিযান চালিয়ে আরও দুই মাদক বিক্রেতাকে আটক করে। শেষ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
চলছে জিজ্ঞাসাবাদ, তদন্তে উঠে আসতে পারে আরও বড় চক্রের হদিস বলে মনে করছে পুলিশ।








