আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মেমারিতে চোলাইয়ের ভাটিখানায় অভিযান চালিয়ে প্রচুর চোলাই নষ্ট করলো পুলিশ ও আবগারি দপ্তর

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাবু সিদ্ধান্ত বর্ধমান

লকডাউনে মদের দোকান বন্ধ থাকার সূযোগ নিয়ে চোলাই কারবারিরা রমরমিরে কারবার চালাচ্ছিল ।বৃহস্পতিবার গোপন সূত্রে সেই খবর পেয়ে আবগারি দপ্তর ও পুলিশ হানা দিল পূর্ব বর্ধমানের মেমারির মণ্ডল গ্রামে। সেখানে হানাদারিতে পুলিশ ও আবগারি দপ্তরের অফিসারদের চক্ষু চড়কগাছ হয়েযায় ।

সন্ধান মেলে চোলাইয়ের গোডাউনের । সেখান থেকে বড় বড় ব্যারেলে ভর্তি চোলাই আর চোলাই তৈরি উপকরণ উদ্ধার করে নষ্ট করেয়দেওয়া হয় ।এসডিপিও(দক্ষিণ) আমিনুল ইসলাম খান , সিআই ও মেমারি থানার ওসির নেতৃত্বে হওয়া চোলাই অভিযানে অংশ নিয়েছিলেন আফগারি দপ্তরের আধিকারিকরাও।

পুলিশ দেখে চোলাই কারবারীরা গা ঢাকা দেওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি ।যদিও পুলিশ চোলাই ভাটিখানা থাকা উনান সহ সবকিছু ভেঙে দিয়েছে ।

See also  রামনগরে বজরঙ্গবলি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি