উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পি এম কিষান প্রকল্পের ২১ তম কিস্তি প্রদান কর্মসূচি হয়ে গেল বুধবার।এদিন ১৮ হাজার কোটি কৃষককে পি এম কৃষান সম্মাণ নিধি তুলে দেওয়া হলো তামিলনাড়ুতে একটি অনুষ্ঠানের মাধ্যমে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন এই সম্মাণ তুলে দেন।সারা দেশের ৭৩১ টি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে এই সম্মান নিধি প্রদান করা হয়।

আর এই উপলক্ষে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ও সিনিয়র কৃষি বিজ্ঞানী ডক্টর চন্দন কুমার মন্ডল,কৃষি বিজ্ঞানী দীপক রায়, কৃষি বিজ্ঞানী ডক্টর প্রবীর কুমার গরাই,ডক্টর মানসী চক্রবর্তী,ডক্টর সোমনাথ সরদার,অরিত্র সরকার সহ আরো অনেকে।
এদিন দক্ষিন ২৪ পরগনার ১২ টি ব্লক থেকে দুই শতাধিক কৃষক এই অনুষ্ঠানে অংশ নেন।এছাড়া এদিন কৃষি সংক্রান্ত পরামর্শ ও দেওয়া হয় কৃষকদের।








