আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৭৫তম জন্মদিনে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, বার্তা দিলেন ‘নতুন ভারত ভয় পায় না’

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

৭৫তম জন্মদিনে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি স্পষ্ট করে জানালেন, ‘নতুন ভারত পরমাণু হুমকিতে ভয় পায় না।’ পাশাপাশি পহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনার সফল ‘অপারেশন সিন্দুর’-এর প্রশংসা করেন তিনি। প্রসঙ্গত, ভারতের মিসাইল আক্রমণে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের মৃত্যু হয়েছিল— যা স্বীকার করে নিয়েছিল জইশের এক কমান্ডার। সেই বিষয়টিও নিজের বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বুধবার মধ্যপ্রদেশের ধারে একটি প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, “এটা নতুন ভারত। কাউকে ভয় পায় না। ভারতীয় সেনা ঘরে ঢুকে শত্রুকে মারবে। নতুন ভারত পরমাণু হুমকিতে ভয় পায় না।” তিনি আরও জানান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের দেওয়া সতর্কীকরণ ও ইসলামাবাদের ‘অর্ধেক বিশ্ব ধ্বংস’-এর হুমকির প্রতিও ভারত ভয় পায় না। নমোর কথায়, “জইশ-ই ইসলামাবাদের আসল রূপ প্রকাশ্যে এনে দিয়েছে।”

এরই মাঝে গতকাল জইশ শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, “সন্ত্রাসবাদকে কাজে লাগিয়ে দিল্লি, কাবুল ও কান্দাহারের সঙ্গে লড়ে আমরা দেশের সীমান্তকে রক্ষা করেছি। সব কিছু ত্যাগ করার পর ৭ মে মৌলানা মাসুদ আজহারের পরিবার টুকরো টুকরো হয়ে যায় বাহাওয়ালপুরে ভারতীয় সেনার আক্রমণে!”

অন্যদিকে, মোদির জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দেন দেশের রাজনৈতিক নেতৃত্ব ও আন্তর্জাতিক মহল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে বিরোধী শিবিরের নেতা মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়— সকলে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। শুধু দেশ নয়, বিদেশ থেকেও অভিনন্দনের বন্যা আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীসহ বিশ্বের নানা প্রান্তের রাষ্ট্রনেতারা তাঁকে অভিনন্দন জানান।

See also  ৪২ টি কচ্ছপ কলকাতায় পাচার করতে গিয়ে বর্ধমান জিআরপির হাতে ধরা পড়লো বিহারের দুই মহিলা ।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি