আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ফোনপে-কে ২১ লক্ষ টাকার জরিমানা, রিজার্ভ ব্যাঙ্কের কড়া পদক্ষেপ!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ডিজিটাল পেমেন্ট সংস্থা ফোনপে আবারও বিপাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম ভাঙার অভিযোগে এবার সংস্থাটিকে ২১ লক্ষ টাকা জরিমানা গুনতে হচ্ছে। তবে এটিই প্রথম নয়, প্রায় পাঁচ বছর আগে একই কারণে জরিমানার মুখে পড়েছিল ফিনটেক জায়ান্টটি।

শুক্রবার এক বিবৃতিতে আরবিআই জানায়, ফোনপে প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট (পিপিআই)-সংক্রান্ত নির্দেশিকা নিয়মিত অমান্য করছিল। শুধু তাই নয়, সংস্থার এসক্রো অ্যাকাউন্টে একাধিক গরমিল ধরা পড়ে, অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে তা আরবিআই-কে জানানো হয়নি। এর পরই কেন্দ্রীয় ব্যাঙ্ক পদক্ষেপ নেয়।

তবে এই জরিমানায় ব্যবহারকারীদের চিন্তার কিছু নেই বলেই সূত্রের দাবি। ফোনপে-র ডিজিটাল পেমেন্ট পরিষেবা স্বাভাবিক ভাবেই চালু থাকবে।

প্রসঙ্গত, আরবিআই-এর নিয়ম অনুযায়ী এসক্রো অ্যাকাউন্টে কোনও অসঙ্গতি ধরা পড়লে বা হিসাবের গরমিল দেখা দিলে, আর্থিক সংস্থাগুলিকে তা অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরে জানাতে হয়। অভিযোগ, ফোনপে সেই নিয়ম ভাঙায় আরবিআই কর্মকর্তারা সরাসরি সংস্থার দপ্তরে নথি যাচাই করতেও যান।

See also  এবার আসছে মিনি বন্দে ভারত। এই ট্রেন ছুটবে ১০০ কিমির কম দূরত্বেও।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি