পায়েল সরকার – নামটি এখন সবার মুখে মুখে। যেমন অভিনয়, তেমনি রাজনীতি তার সাথে সাথে নৃত্যের দিকে এক অভাবনীয় দাপট চালিয়ে রেখেছেন। কিন্তু এইবারের নৃত্য ছিলো একেবারেই আলাদা। বরানগরের ভূমিপুত্র দিলীপ নারায়ণ বসুর ( সুনু ) তত্ত্বাবধানে আরও একবার পায়েল সরকারের ” রঙ্গবতি” নৃত্য সকলের মনে জায়গা করে নিলেন। বরানগর অঞ্চলে বিধায়ক তাপস রায়ের ভ্রাতসপুত্র হলেন দিলীপ নারায়ণ বসুর।
সেই দিলীপ নারায়ণ বসুর একান্ত কাছের হলেন আমাদের সকলের নয়নের মণি হলেন পায়েল সরকার। উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক।
স্টেজে ওঠা থেকে শুরু করে নৃত্য পরিবেশন থেকে শুরু করে বক্তৃতা, পায়েল সরকারের প্রত্যেক টা স্টেপে সিটি এবং হাত তালির ছড়াছড়ি। বলতে গেলে এক ঘণ্টায় প্রোগ্রাম সকলের মন কেড়ে নিয়েছে।








