পথশ্রী প্রকল্পের অন্তর্গত পূর্ব বর্ধমান জেলায় প্রায় ৭০০টি রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীয়া থেকে রাজ্যব্যাপী এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের ভাতারের নিত্যানন্দপুরে জেলার প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলাশাসক আয়েশা রানি-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ৪৫৬ কোটি টাকা ব্যয়ে ৯৯৫ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। এর মধ্যে বর্ধমান শহরে ১৬৭টি রাস্তা, দাঁইহাটে ১১, গুসকরায় ৭৬, কালনায় ১৮, কাটোয়ায় ৪৭ এবং মেমারি শহরে ৭৯টি রাস্তা সংস্কারের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে জেলাজুড়ে ২৪৬ কিলোমিটার রাস্তার কাজ চলবে।
বাসিন্দাদের দাবি, এ বছর অতিবৃষ্টির জেরে বহু রাস্তা বেহাল হয়ে পড়ে, কিছু রাস্তা তো চলাচলের অযোগ্য হয়ে গিয়েছিল। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পেও বহু মানুষ রাস্তার সমস্যা নিয়ে অভিযোগ করেন। সরকারের উদ্যোগে সেই সব সমস্যার সমাধান হবে বলেই আশা করছেন স্থানীয়রা।
এদিন মঞ্চ থেকে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে প্রশাসনের সব বিভাগকেই নজরদারি বাড়াতে হবে। তিনি বলেন, “কাজ যেন মানসম্মত হয়, সেই দিকটি ইঞ্জিনিয়ার ও পঞ্চায়েত কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে। কাজ খারাপ হলে অভিযোগ হবেই, কিন্তু কাজের পথে বাধা দেওয়া চলবে না”।
স্থানীয় কিছু মানুষের ‘স্বঘোষিত ইঞ্জিনিয়ারিং’ মন্তব্য নিয়েও কটাক্ষ করেন স্বপনবাবু। তাঁর ইঙ্গিত—ফাজলামি নয়, বাস্তবিক মান বজায় রেখেই দ্রুত রাস্তা সংস্কার করাই প্রশাসনের লক্ষ্য।








