পয়লা জুন বাবা-মা হয়ে নতুন অধ্যায় শুরু করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। সেই সময় থেকেই তাঁদের ছেলেকে দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন অনুরাগীরা। অবশেষে দেবীপক্ষের চতুর্থীতে খুদের ছবি প্রকাশ্যে আনলেন টলিউডের এই জনপ্রিয় দম্পতি।
সাধারণত তারকারা সন্তানদের মুখ দেখাতে অনিচ্ছুক থাকেন, কিন্তু পরমব্রত-পিয়া সে পথে হাঁটেননি। ছেলের বয়স সাড়ে তিন মাস হতেই তাঁরা পরিচয় করিয়ে দিলেন সকলকে। নরম গাল, ছোট্ট হাত আর গোল চোখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা খুদের ছবি মুহূর্তেই ভাইরাল। ছেলের নাম রেখেছেন ‘নিষাদ’। শব্দটির দ্ব্যর্থতা থাকলেও তা বেশ তাৎপর্যপূর্ণ।

পিয়া জানিয়েছেন, ‘সঙ্গীত স্কেলের সপ্তম স্বর’কে বলা হয় নিষাদ। আবার ‘দুঃখ যাকে ছুঁতে পারে না’ তাকেও নিষাদ বলা হয়। তবে বাড়িতে খুদেকে আদর করে বিভিন্ন নামে ডাকা হয়। মায়ের কাছে সে ‘নডি’, বাবার কাছে ‘জুনিয়র’। তবে যে নামেই ডাকুক না কেন, নিষাদ তাতে দিব্যি সাড়া দেয়। মজার বিষয়, ছেলে এবং পরমব্রতের জন্মমাসও এক— ২৭ জুন অভিনেতার জন্মদিন, আর পয়লা জুন বাবা হয়েছিলেন তিনি।
২০২৩ সালের নভেম্বরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নিজেদের বাড়িতেই বিয়ের আয়োজন করেছিলেন পরমব্রত ও পিয়া। সাদামাটা আয়োজনেই একসঙ্গে পথচলা শুরু করেছিলেন তাঁরা। বর্তমানে ছেলেকে নিয়েই তাঁদের সময় কাটছে। উপরন্তু এটাই নিষাদের প্রথম দুর্গাপুজো। ফলে এই উৎসব যে পরম-পিয়ার কাছে বিশেষ তা আর বলার অপেক্ষা রাখে না।