কৃষ্ণ সাহা (খণ্ডঘোষ):- বর্ধমান জেলার অন্তর্গত গোপালবেড়া গ্রামের পশ্চিম মাঠ সংলগ্ন একটি পুকুরে সকাল হতেই ভেসে উঠলো প্রচুর সংখ্যক মরা মাছ। জানা গিয়েছে এক ব্যক্তি ওই পুকুরের ধারে গিয়ে এই দৃশ্য দেখেন। পুকুরের মালিক কে সঙ্গে সঙ্গে তিনি খবর দেন।
খবর পাওয়া মাত্র পুকুরের মালিক সিতাংশু চ্যাটার্জির পুকুর পাড়ে এসে দেখেন পুকুরের জলে রুই কাতলা সহ ছোট বড় প্রচুর সংখ্যক মাছ। কম পক্ষে প্রায় এক থেকে দেড় লাখ টাকার মাছ মরে গিয়ে ভেসে উঠেছে পুকুরের জলে। সিতাংশু চ্যাটার্জির মনে করছেন কেউ হয়তো বদমাইশি করে রাতের অন্ধকারে পুকুরে বিষ দিয়ে দেওয়ার কারণেই এত মাছ মরে গিয়ে একসাথে ভেসে উঠেছে পুকুরের জলে।
দীর্ঘ ১০ বছর ধরে পুকুরটি চাষ করে আসছেন তারা। আজ হঠাৎ এই দৃশ্য দেখে কপালে হাত পড়েছে পুকুরের মালিক সিতাংশু চ্যাটার্জির । ইতি মধ্যেই মালিক পক্ষের একজন থানায় গিয়ে পুরো বিষয়টি নিয়ে খণ্ডঘোষ থানার পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছেন। তারা চাইছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক।