আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অন্যান্য দেশও রাশিয়া থেকে তেল নেয়, তবু ভারতের উপর দ্বিগুণ শুল্ক! ট্রাম্পকে কড়া জবাব নয়াদিল্লির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভারতের উপর আমেরিকার দ্বিগুণ শুল্ক বসানো নিয়ে কড়া আপত্তি তুলল নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পরেই এক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানাল ভারতের বিদেশমন্ত্রক। তাদের বক্তব্য, ”বহু দেশ রাশিয়া থেকে তেল কিনছে, তবু লক্ষ্যবস্তু করা হচ্ছে একমাত্র ভারতকেই।”

বুধবার ট্রাম্প ঘোষণা করেন, ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। তিনি বলেন, ”ভারত এখনও রাশিয়া থেকে তেল আমদানি করছে।” সে কারণে, আগের শুল্কের সঙ্গে যুক্ত হয়ে মোট ৫০ শতাংশ হারে কর বসবে ভারতের রপ্তানি পণ্যের উপর। ট্রাম্প একটি ‘এক্সিকিউটিভ অর্ডার’-এ সই করে জানান, এই নতুন শুল্কহার কার্যকর হবে ২১ দিন পর থেকে। তাঁর বক্তব্য অনুযায়ী, “ভারত সরাসরি এবং ঘুরপথে রুশ তেল নিচ্ছে, তাই অতিরিক্ত শুল্ক জরুরি।”

এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ভারতের বিদেশমন্ত্রক একটি বিস্তৃত বিবৃতিতে জানায়, ‘গত কয়েকদিন ধরেই রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আমেরিকা প্রশ্ন তুলে চলেছে।’ তাদের মতে, দেশের বৃহৎ জনসংখ্যার শক্তির চাহিদা এবং বাজারের বাস্তবতাকে মাথায় রেখেই আমদানি করা হয়।

মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বিদেশমন্ত্রকের আরও বক্তব্য, ‘অন্যান্য অনেক দেশও নিজেদের স্বার্থে একই পদক্ষেপ নিচ্ছে। অথচ শুধু ভারতকেই নিশানা করে শাস্তিমূলক শুল্ক বসানো হচ্ছে — যা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা এই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে অন্যায্য, অযৌক্তিক এবং অনুচিত বলেই মনে করি। দেশের স্বার্থে প্রয়োজন হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’

See also  বিষ্ণুপুর স্টেশনে নবনির্মিত রেল ওভারব্রিজের শুভ উদ্বোধন করলেন সাংসদ সৌমিত্র খাঁ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি