আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলায় বৃষ্টির ধারা এখনও থামছে না। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েক দিন ধরে বৃষ্টি চলবে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। শরতের আকাশেও মেঘের আধিপত্য থাকবে বলে ইঙ্গিত মিলছে। তাই প্রশ্ন উঠছে— কবে শেষ হবে বর্ষা?
দেশের কিছু রাজ্যে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। ইতিমধ্যেই রাজস্থান থেকে ১৪ সেপ্টেম্বর বর্ষা সরে গিয়েছে। গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানাতেও একই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বাংলায় এখনও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় ‘অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে জারি হয়েছে ‘ভারী বৃষ্টির কমলা সতর্কতা’। অন্তত শনিবার পর্যন্ত এই আবহাওয়া চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে পাহাড়ি জেলাগুলিতে বিপদের সম্ভাবনা রয়েছে। প্রশাসনও পরিস্থিতির দিকে নজর রাখছে। দক্ষিণবঙ্গেও অন্তত শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টি হবে। শুক্রবার বজ্রবিদ্যুৎসহ আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়া।
কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশের মধ্যে। তবে মূল প্রশ্ন থেকেই যাচ্ছে— কবে বিদায় নেবে বর্ষা? আর পুজোর দিনগুলিতেও কি বৃষ্টি চলতে থাকবে?