আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মুখ্যমন্ত্রীর বিনিয়োগের প্রস্তাবের দাবি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পানাগড়ে কারখানা উদ্বোধনে গিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দাবি করেছিলেন রাজ্যে তাঁর আমলে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। ১৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবের কথা বলেছিলেন তিনি। যদিও তার এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তবে তৃতীয় বারের জন্য সরকারে এসে রাজ্যে বিনিয়োগ আনতে একপ্রকার মরিয়া মমতা। তাই এবার বাংলার স্বার্থে পাড়ি দিতে পারেন আমেরিকায়।

সূত্রের খবর রাজ্যে বিভিন্ন মার্কিন সংস্থার বিনিয়োগ নিশ্চিত করতে তিনি আমেরিকা সফরে যাবেন। রাজ্য সরকার এই বার্তা আমেরিকান চেম্বার অব কমার্সকে পৌঁছে দিয়েছে। চেম্বারের বার্ষিক সভায় পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে । সেই সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০১৯-২০ সালে বাংলায় ৬০.৮০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ এসেছে। ২০১০-১১ অর্থবর্ষে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৯.৫ কোটি ডলার। তৃণমূল সরকার দাবি করে, তারা গত এক দশকে রাজ্যে বিদেশি বিনিয়োগ বেশ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত শিল্পের দিকে নজর দিতে কয়েক দিন আগেই পানাগড়ে মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনাল বোর্ড গঠনের কথা জানিয়েছেন। বোর্ডের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী নিজেই হবেন সেই কথাও বলেছেন। তার সঙ্গে এই বোর্ডে বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন। পানাগড়ে বোর্ডের বেশকিছু কর্মসূচিরও কথা বলেন তিনি।

See also  দার্জিলিং কালিম্পং কেও হার মানাচ্ছে পত্রলেখা ড্যাম

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি