আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভাতারে পথ দুর্ঘটনায় মারা গেলে এক ব্যক্তি গুরুতর আহত আরও এক।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
আমিরুল ইসলাম
পূর্ব বর্ধমান জেলার ভাতারের দেবপুর বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনায় মারা গেলেন মিরাজ উদ্দিন শেখ ওরফে তপন শেখ নামে এক ব্যক্তি। বয়স 45। ওই ব্যক্তির বাড়ি ভাতারের কালুত্তক গ্রামে।
স্থানীয় সূত্রে খবর তপন শেখ ও তার সঙ্গে ছিল ড্রাইভারসহ আর একজন।
তারা গুসকরা থেকে ফিরছিল কালুত্তকে।দেবপুর বাস স্ট্যান্ড পেরিয়ে গাড়িচালক বাথরুম করতে যান।
সেই সময় সামনে থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে।
স্থানীয়রা গাড়িতে থাকা দুইজনকে বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে যান চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ও শেখ সানোয়ার আলী অবস্থা আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজে।ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাতার থানার পুলিশ।এই ঘটনায় কালুত্তক গ্রামে শোকের ছায়া ।

 

See also  অটলবিহারী বাজপেয়ী ও আদবানিজী আশ্রয় না দিলে ২০০১ সালে তৃণমূল পার্টিটাই উঠে যেত - বললেন শুভেন্দু

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি